উপকরণ : গুঁড়াদুধ এক কাপ, কর্নফ্লাওয়ার এক চা চামচ, ডিমের কুসুম একটি, পানি সোয়া কাপ, চিনি আধা কাপ, সফট ক্রিম এক টেবিল চামচ, চায়না গ্রাস এক চা চামচ, সিএমসি আধা চা চামচ, ম্যাংগো ইমালশন এক চিমটি, ম্যাংগো এসেন্স এক চিমটি।
যেভাবে তৈরি করবেন
১. যেকোনো ২-৩ ফ্লেভারের আইসক্রিম স্কুপ দিয়ে বল বানিয়ে কাপে নিবেন।
২. এবার আঙ্গুর, আম ও আপেল টুকরো দিন।
৩.তারপর চকোলেট সিরাপ দিন।
৪.উপরে সঢট ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
যেভাবে তৈরি করবেন
১. যেকোনো ২-৩ ফ্লেভারের আইসক্রিম স্কুপ দিয়ে বল বানিয়ে কাপে নিবেন।
২. এবার আঙ্গুর, আম ও আপেল টুকরো দিন।
৩.তারপর চকোলেট সিরাপ দিন।
৪.উপরে সঢট ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
:p :p :p :p :p
ReplyDelete:-) :-) :-)
Delete