Breaking News
Loading...
Sunday, April 14, 2013

Info Post
উপকরন: 
  • ইলিশ মাছ - ছোট এক বাটি, 
  • ১/২ ইঞ্চি কিউব করে কাটা, 
  • ইলিশ মাছের ডিম - ১/২ বাটি (২ ভাগ) পরিমাণ, 
  • মাছের মতই ১/২ ইঞ্চি কিউব করে কাটা, 
  • পেটের এবং পিঠের মাছ হলে ভাল হয়, 
  • এতে রান্নার পরও মাছ ভেঙ্গে যাবে না, 
  • আলু - ২ টা মাঝারী, 
  • আধা ইঞ্চি কিউব করে কাটা, 
  • পেয়াজ কুচি - ২ টা মাঝারী, 
  • কাচা মরিচ - ৪ টা (ঝাল বেশি চাইলে আরো একটা বেশি দিতে পারেন), 
  • মরিচ গুঁড়া - ১ চা চামচ, 
  • হলুদ গুঁড়া - ১/২ চা চামচ, 
  • আদা বাটা - ১/২ চা চামচ, 
  • রসুন বাটা - ১ চা চামচ, 
  • জিরা গুঁড়া - ১/২ চা চামচ, 
  • লবণ - পরিমাণমতো, 
  • তেল - ২ টেবিল চামচ, 
  • চিনি - ১ চিমটি (ডায়াবেটিস থাকলে দেবেন না), 
  • ধনে পাতা কুচি - ১ টেবিল চামচ ও
  • পানি - ২/৩ কাপ । 
প্রণালি: হাঁড়িতে তেল দিয়ে একটু গরম হলে পেয়াজ কুচি ছেড়ে দিন। হালকা বাদামী রঙ ধারণ করলে চুলার আঁচ কমিয়ে পরিমাণমতো লবণ দিন, আদা-রসুন, হলুদ-মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে নাড়ুন। সব মশলা ২/৩ মিনিট কষান। এ সময়ে চুলার আঁচ কমানো থাকবে।

মশলা কষানো হলে মাছ ছেড়ে দিয়ে ৫ মিনিট নেড়ে-নেড়ে মাছ কষান। কষানো হলে ২/৩ কাপ পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিন। ৪/৫ মিনিট পর পানি ফুটতে শুরু করলে আলু দিয়ে দিন। ঢেকে রাখুন। এ সমেয় ঢাকনা তুলে মাঝে মাঝে হালকা ভাবে নেড়ে দিন যেন মাছ ভেঙ্গে না যায়। ২/৩ মিনিটে মাথায় চুলার আঁচ কমিয়ে রান্না হতে দিন।


আলু সিদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ এবং চিনি দিয়ে আরো কিছুক্ষণ রান্ন করুন। ঝোল কমে খানিকটা মাখা-মাখা হলে নামিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিন।


পরিবেশনের জন্য তৈরী। গরম ভাতের সাথে খুবই ভাল লাগবে।

0 comments:

Post a Comment